Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৬
জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে মাদারীপুরে যুবক খুন
আরও চার হত্যা তিন লাশ উদ্ধার
প্রতিদিন ডেস্ক

মাদারীপুরে জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে এক যুবক খুন হয়েছেন। চট্টগ্রাম, বরগুনা, কুমিল্লা ও হবিগঞ্জ আরও চারটি হত্যার ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জ, কক্সবাজার ও ফেনীতে উদ্ধার করা হয়েছে দুই শিশুসহ তিন লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর—

মাদারীপুরের রাজৈর উপজেলার তাঁতীকান্দা গ্রামে বৃহস্পতিবার রাতে জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে কিলঘুষিতে ফিরোজ মোল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ফিরোজের ফুফাতো ভাই মিলন ও পুলিশ জানায়, ওই রাতে তাঁতীকান্দা গ্রামে একটি বাড়িতে জুয়ার আসর বসে। খেলায় লাভের টাকা ভাগাভাগি নিয়ে জুয়ার বোর্ডমালিক মিজু, মাসুম, জহুরসহ ৬-৭ জন ফিরোজকে কিলঘুষি মারে। এ সময় ফিরোজ জ্ঞান হারিয়ে ফেলে। মুমূর্ষু অবস্থায় রাজৈর হাসপাতালে পাঠালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনা ঘটে গতকাল সকালে। অভিযুক্ত ছেলে তারেক ‘মানসিক ভারসাম্যহীন’ বলে জানিয়েছে পারিবার। নিহত ব্যক্তির নাম মুছা। বরগুনা : আমতলী উপজেলার হরিদ্রাবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে বৃহস্পতিবার রাতে হেলেনা নামে এক গার্মেন্ট কর্মী খুন হয়েছেন। হেলেনা ওই এলাকার আবদুর জব্বারের মেয়ে। তিনি ঢাকায় একটি গার্মেন্টে কাজ করতেন। হেলেনার ভাই মিজানুর জানান, ঘটনার রাতে তার বোন ঘরে একা ছিলেন। দুষ্কৃতকারীরা ঘরের সিধ কেটে ঘরে ঢুকে হেলেনার মাথায় আঘাত করে পালিয়ে যায়। টের পেয়ে অন্য ঘরের লোকজন এসে দেখেন হেলেনা মাটিতে পড়ে আছেন। কুমিল্লা : চৌদ্দগ্রামে উপজেলার তালগ্রামে চুরিকাঘাত করে শাহজাহান মিয়া নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। তিনি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। গতকাল লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বাড়ির রাস্তা নিয়ে চাচাতো ভাই আবুল কাশেমের ছেলে সায়েমের সঙ্গে শাহজাহান মিয়ার কথা কাটাকাটি হয়। এর জেরে বৃহস্পতিবার রাতে শাহজাহান মিয়ার বুকে ছুরি মারে সায়েম। হবিগঞ্জ : চুনারুঘাটে তাহেরা খাতুন নামে এক গৃহবধূ স্বামী, শাশুরি ও ভাসুরের নির্যাতনে নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সাদেকপুর গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ভাসুর কাওছার মিয়াকে আটক করেছে পুলিশ। নিহত তাহেরা চুনারুঘাটের সাদেকপুর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। কিশোরগঞ্জ : সদর উপজেলার রশিদাবাদ এলাকায় ময়মনসিংহ-ভৈরব সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কক্সবাজার : কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সৈকতের হোটেল সীগাল পয়েন্ট এলাকায় ভেসে আসা লাশটি উদ্ধার করে পুলিশ। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ফেনী : ফেনীর বারাহীপুর এলাকা থেকে গতকাল ছয় মাস বয়সের এক শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, শিশুটির পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।

এই পাতার আরো খবর
up-arrow