শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

অজ্ঞান পার্টির খপ্পরে ৯ কৃষক সর্বস্বান্ত

এখনো নিখোঁজ ১

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রানীনগরে ৯ কৃষক ১৯টি গরু ঢাকায় নিয়ে বিক্রি করে সাড়ে ১৪ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন গত সোমবার। পথে অজ্ঞান পার্টির ক্ষপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন তারা। অসুস্থ অবস্থায় ঝিনাইদহ ফিরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আটজন। তাদের সঙ্গে থাকা জমির নামে একজন এখনো নিখোঁজ। কেরামত নামে একজন জানান, ঢাকার অদূরে আশিয়ান সিটি বালির মাঠে ১৯টি গরু ১২ সেপ্টেম্বর ১৪ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করে বিকালে ঝিনাইদহে আসার গাড়ির জন্য অপেক্ষা করতে থাকি আমরা। এরই মধ্যে ৮/১০ জন বেপারী সেজে একটি পিকআপ আমাদের কাছে এসে ঝিনাইদহে যাবে বললে আমরা ওই গাড়িতে রওনা করি। কিছুদূর যাওয়ার পর যাত্রীবেশে থাকা অজ্ঞান পার্টির সদস্যরা আমাদের সবার নাকের সামনে এক ধরনের স্প্রে করলে কিছুক্ষণ পর সবাই অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ অবস্থায় আমাদের মারপিঠ করে টাকা ছিনিয়ে নেয়। পরে অজ্ঞান অবস্থায় চারজনকে ঢাকা-মানিকগঞ্জ সড়কের ধামরায় দত্ত ফিলিং স্টেশনের পাশে ফেলে রাখে। চারজনকে ফেলে দেয় হবিগঞ্জের মাধবী থানার একটি স্থানে। জমির নামে একজন এখনো নিখোঁজ। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, জমিরের সন্ধানে বিভিন্ন থানায় খোঁজখবর নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর