শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

চার কি.মি রাস্তার দুর্ভোগে ৪০ হাজার মানুষ

কুমিল্লা প্রতিনিধি

চার কি.মি রাস্তার দুর্ভোগে ৪০ হাজার মানুষ

কুমিল্লার লাকসাম উপজেলার বেহাল কৃষ্ণপুর-মনপাল সড়ক —বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামের চার কিলোমিটার রাস্তার দুর্ভোগে পড়েছেন আশপাশের গ্রামের ৪০ সহস্রাধিক মানুষ। স্থানীয় সূত্র জানায়, কৃষ্ণপুর থেকে তপৈয়া হয়ে মনপাল হাজি মার্কেট পর্যন্ত দেড় কিলোমিটার, হাজি মার্কেট থেকে মিজি বাড়ি হয়ে ষোলদনা পর্যন্ত এক কিলোমিটার এবং রামপুর থেকে মনপাল হয়ে রাজাপুর পর্যন্ত দেড় কিলোমিটার পর্যন্ত রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। এতে মনপালের সঙ্গে তপৈয়া, রাজাপুর, রামপুর, ষোলদনা গ্রামের মানুষ দুর্ভোগে পড়ছেন। বর্ষায় এসব রাস্তায় পায়েও হাঁটা যায় না। মনপাল গ্রামের শিক্ষক মাসুদুল হক বলেন, আশপাশের গ্রামের রাস্তাগুলো পাকা হলেও শুধু মনপাল গ্রামের কোনো রাস্তা পাকা হয়নি। এতে মনপাল গ্রামের মানুষ চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। লতিফুর রহমান খোকন বলেন, মনপাল গ্রামের রাস্তা এত খারাপ যে বর্ষাকালে এ গ্রামে একটি রিকশাও আসতে চায় না। গত বর্ষায় ভেঙে যাওয়া রাস্তা এ বর্ষায় আরও খারাপ হয়েছে। ওবায়েদুল হক মজুমদার বলেন, এ গ্রামের মানুষ রাস্তার দুর্ভোগে রয়েছেন। গ্রামের মানুষ অন্য গ্রামের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। মনপাল গ্রামের বাসিন্দা স্থানীয় উত্তরদা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বেলাল হোসেন বলেন, মনপাল গ্রামের রাস্তা পাকাকরণ নিয়ে এমপি মহোদয়ের সঙ্গে কথা বলব। উত্তরদা ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, মনপালের রাস্তার খারাপ অবস্থা সম্পর্কে জেনেছি। রাস্তার কাজ নিয়ে কর্তৃপক্ষের নিকট আবেদন জানাব।

সর্বশেষ খবর