শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুট

যানবাহনের দীর্ঘ লাইন, ভোগান্তি

মাদারীপুর প্রতিনিধি

গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঈদ শেষে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট হয়ে লঞ্চ, ফেরি, স্পিডবোটসহ সব নৌযান ও দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা সব যানবাহনে কর্মস্থলমুখো যাত্রীদের ভিড় বাড়তে শুরু করে। এ রুটের লঞ্চগুলো ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপার হচ্ছে। স্পিডবোটে ৫০ টাকা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা প্রতিটি যানবাহনেই দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন। এদিকে পদ্মা নদীতে নাব্যতা সংকটে ফেরি ধারণক্ষমতার কম যান নিয়ে চলায় সংকট সৃষ্টি হয়েছে। ঘাট এলাকায় ৫০০ যানবাহন আটকে পড়ে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। মাদারীপুর পুলিশ সুপার সরোয়ার হোসেন বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকায় বাড়তি চাপেও পরিস্থিতি সুশৃঙ্খল রয়েছে। 

 

সর্বশেষ খবর