শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

রিকশা ভাড়ার সমান চামড়ার দাম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলাতেই এবার চামড়ার দাম নেই বললেই চলে। বুধবার নাচোল উপজেলার মুরাদপুর গ্রামে ৬২টি কোরবানির পশুর চামড়া ক্রেতা না থাকায় মাটিতে পুঁতে ফেলেছেন পশুর মালিকরা। ট্যানারি মালিকদের দর বেঁধে দেওয়ায় এবার জেলায় খাসির চামড়া ৩০ থেকে ৮০ টাকা এবং গরুর চামড়া ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লার আম আড়তদার মো. আসলাম বলেন, তিনি ৯ হাজার ৮০০ টাকায় একটি কোরবানির খাসি কিনেছিলেন। কোরবানির পর খাসিটির চামড়া তিনি বিক্রি করতে রিকশাযোগে পাঠিয়েছিলেন শহরের নিমতলা ফকিরপাড়া এলাকার একটি চামড়ার আড়তে। সেখানে খাসিটির চামড়ার দাম দেওয়া হয় মাত্র ৩০ টাকা। তিনি বলেন, তার বাড়ি থেকে চামড়া বিক্রি করতে আড়তে রিকশার যাতায়াত ভাড়াও ৩০ টাকা। চামড়া বিক্রেতারা অভিযোগ করে বলেন, ট্যানারি মালিকদের নির্ধারণ করে দেওয়া দামে কোনো চামড়াই কেনেনি আড়তদাররা। তারা বিক্রেতাদের অর্ধেক দামে চামড়া বিক্রি করতে বাধ্য করেছে। বিক্রেতাদের অভিযোগ, এবার সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ীরা চামড়ার দাম নিয়ন্ত্রণ করেছে।

সর্বশেষ খবর