শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

গণশিক্ষামন্ত্রীর বাড়ির সামনে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

চাকরি জাতীয়করণের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন। গতকাল বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপির বাসভবনের সামনে ফুলবাড়ী শহরের নিমতলা মোড়ে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীকে শিক্ষকরা স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে যোগ দেওয়া শিক্ষকরা বলেন, বর্তমান সরকার ২৬ হাজার ১৯৩ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩ ধাপে জাতীয়করণের ঘোষণা দেন। তার মধ্যে প্রথম ধাপে ২২ হাজার ৯৮১টি বিদ্যালয়, ২য় ধাপে ২২৫৮টি বিদ্যালয় ও ৩য় ধাপে ৯৬০টি বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দেয়। কিন্তু ৩য় ধাপে ৯৬০টি বিদ্যালয়ের মধ্যে ৩৭৫টি বিদ্যালয় এখনো জাতীয়করণ হয়নি। আমরা বাদপড়া ৩৭৫টি বিদ্যালয়ের কয়েক শতাধিক ভাগ্যহীন শিক্ষক, নিয়মিত পাঠদান করেও পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। তাই বাদ পড়া ৩৭৫টি বিদ্যালয়কে অবিলম্বে জাতীয়করণের জন্য দাবি জানাচ্ছি।

সর্বশেষ খবর