রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

অবাধ স্বাধীনতা মানুষকে বিপথগামী করে : জাবি উপাচার্য

নরসিংদী প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য ড. ফারজানা ইসলাম বলেছেন, আমরা সবাই স্বাধীনতা চাই। স্বাধীনতা ভালো, কিন্তু অবাধ স্বাধীনতা মানুষকে বিপথগামী করে। তাই প্রতিষ্ঠানের নির্দিষ্ট নিয়ম-কানুনের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষাদান করলে শিক্ষার্থীরা বিপথগামী হতে পারে না। সুশিক্ষায় নিজেকে শিক্ষিত করার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়তে পারে। শনিবার দুপুরে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজে ছাত্র-শিক্ষক-গভর্নিং বডি ও অভিভাবকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে কলেজের ৩ সহাস্রাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লার সভাপতিত্বে অভিভাবক সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন, ট্রেজারার প্রফেসর ড. আবুল খায়ের, রেজিস্টার আবু বকর সিদ্দিক ও আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা প্রমুখ।

বক্তারা ছাত্র ও অভিভাবকদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। জবাবে তারা তা অনুসরণ করে কলেজের সাফল্য অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ খবর