রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশ

অবশেষে মামলা নিল থানা

নওগাঁ প্রতিনিধি

অবশেষে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের কাদিয়াল নাউরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা শিল্পী রানী মৈত্রকে পেটানোর অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতায় ‘প্রধান শিক্ষিকাকে পেটালেন ইউপি চেয়ারম্যান’ শিরোনামে এ বিষয়ে একটি সংবাদ প্রকাশের পর প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় ওই দিন দুপুরে মামলা নেয় পুলিশ। ভুক্তভোগী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী রানী মৈত্র বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিকালে মহাদেবপুর থানার ওসি সাবের রেজা আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে মহাদেবপুর থানার (ওসি) সাবের রেজা আহমেদ জানান, ৮ সেপ্টেম্বর ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে রাইগাঁ বাজারের মৃত মজিবর রহমানের ছেলে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জুর মনোনীত প্রার্থী আবদুর রাজ্জাক পরাজিত হওয়ায় প্রধান শিক্ষিকাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে ঈদের আগের দিন (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মঞ্জুরুল আলমসহ খলসাকুড়ি গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে আবু মুসা রাইগাঁ বাজারে অবস্থিত রওশন মেডিকেল স্টোরের সামনে প্রধান শিক্ষিকা শিল্পী রানী মৈত্রর পথরোধ করে তাকে এলোপাতাড়ি মারপিট ও চড়থাপ্পড় মারে।

প্রধান শিক্ষিকা শিল্পী রানী মৈত্র বলেন, ঘটনার পর থেকে থানায় একাধিকবার ধরনা দিয়েও মামলা নেয়নি পুলিশ। ওই ঘটনায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর পুলিশ মামলা নেয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর