রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নদী ভাঙন থেকে রক্ষা পেতে মোনাজাত

লালমনিরহাট প্রতিনিধি

সদর উপজেলার কুলাঘাট এলাকায় ধরলা নদীর অব্যাহত ভাঙন থেকে রক্ষা পেতে গতকাল সকালে ধরলার অববাহিকায় অবস্থিত ২৩টি চরের হাজারও বাস্তুহারা মানুষ নদীর তীরে বিশেষ মোনাজাত করেছেন। এর আগে শুক্রবার জুমার নামাজের পরও ৭টি চরের কয়েক’শ মানুষ এ নামাজের আয়োজন করে। স্থানীয়রা জানান, গত এক মাসে ধরলার অব্যাহত ভাঙনে ওই এলাকার সহস্রাধিক পরিবারের বসতবাড়ি ও আবাদী জমি নদীতে বিলীন হয়ে  গেছে।  চলতি বন্যায় ধরলা প্রায় হাজারেরও বেশি পরিবারের লোকজনকে ভিটেমাটি ছাড়া করেছে। কুলাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, শুধু ঈদ নয় কোনো উৎসবই নদীভাঙা মানুষগুলোর জন্য আনন্দ বয়ে নিয়ে আসে না। গৃহহারা মানুষগুলো তাই সৃষ্টিকর্তার কাছেই প্রতিকার চেয়ে মোনাজাতে অংশ নিয়েছে।

সর্বশেষ খবর