রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

জিয়াকে মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না          

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন— পদক কেড়ে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম এ দেশের মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। শুক্রবার রাতে সুবর্ণচর উপজেলার চর জব্বর ডিগ্রি কলেজ মাঠে তাকে ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপি সভাপতি অ্যাড. এবিএম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন— নোয়াখালী বিএনপির সম্পাদক হারুন অর রশিদ আজাদ, অ্যাড. আবদুর রহমান, মাহবুব আলমগীর আলো, আবু নাছের প্রমুখ।

—নোয়াখালী প্রতিনিধি

যুবলীগ নেতার প্রতিষ্ঠানে হামলা

পটুয়াখালীর বাউফল উপজেলার বাবুরহাট এলাকায় স্থানীয় যুবলীগ নেতার একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসী যুবলীগ নেতা মাসুদ সিকদারের মালিকানাধীন রড, সিমেন্ট ও হার্ডওয়ারের দোকান সিকদার এন্টারপ্রাইজে হামলা চালায়। তারা দোকানের ক্যাশবাক্স ভেঙে এক লাখ ৪০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় তারা দোকানের আসবাবপত্র ও পণ্য সামগ্রী ভাঙচুর করে। মাসুদ অভিযোগ করেন, বিগত ইউপি নির্বাচনে কোন্দলের জেরে নবনির্বাচিত চেয়ারম্যান শাহজাদা হাওলাদারের লোকজন এ হামলা চালিয়েছে। এরআগে গত বুধবার রাতে একই সন্ত্রাসীরা স্থানীয় আরেক যুবলীগ নেতা নজরুল ইসলামের বাড়িতে হামলা চালায়।—বাউফল প্রতিনিধি

বৃদ্ধাকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাহানারা বেগম নামে এক বৃদ্ধাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছে চাঁদাবাজরা।

শনিবার সকালে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত জাহানারা জানান, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র  এলাকার সালাম ও জীবন নামে দুই চাঁদাবাজ দীর্ঘদিন ধরে তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। না দেওয়ায় শনিবার সকালে তারা জাহানারাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। তবে সালাম ও জীবন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। —রূপগঞ্জ প্রতিনিধি

১০ ঘণ্টায় বর্জ্য অপসারণ

ঢাকার ধামরাই পৌরসভায় কোরবানির প্রায় দেড় হাজার পশুর  বর্জ্য ১০ ঘণ্টায় অপসারণ করা হয়েছে। পৌর মেয়র গোলাম কবির নিজে তদারকি করে প্রায় শতাধিক পরিছন্ন কর্মী দিয়ে এ বর্জ্য অপসারণ করান। গতকাল স্থানীয় সাংবাদিকদের পৌর মেয়র জানান— পরিছন্ন পৌরসভা গড়ার লক্ষ্যে মাত্র ১০ ঘণ্টায় বর্জ্য অপসারণ করা হয়েছে। —ধামরাই প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর