রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সাভারে আবারও বাসে ডাকাতি আহত ১০

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে আবারও চলন্ত বাসে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও মুঠোফোন নিয়ে যায়। তাদের হামলায় আহত হন ১০ যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর কয়েকদিন আগে সাভারের উলাইলে দুটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছিল। ভুক্তভোগী যাত্রীরা জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে রয়েল এক্সপ্রেস নামের ঢাকা একটি নৈশকোচে ঢাকা উদ্দেশে রওয়ানা দেয়। বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকারে গতি কমিয়ে দিলে হঠাৎ অস্ত্রসহ কয়েক দুর্বৃত্ত দরজা দিয়ে ভেতরে ঢুকে যাত্রীদের মারধর-লুটপাট শুরু করে। এক যাত্রী সাভার মডেল থানায় বিষয়টি জানালে পুলিশ উলাইল এলাকায় বাসটি পাকড়াও ও তিন ডাকাতকে আটক করে। আটকরা হল— জাকির হোসেন, রোকন ও সমিত। সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর