Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৫৯
প্রচারণায় সরগরম লালমনিরহাট-২
আগাম নির্বাচনের খবর
লালমনিরহাট প্রতিনিধি
প্রচারণায় সরগরম লালমনিরহাট-২

আগাম জাতীয় সংসদ নির্বাচনের খবরে সরগরম কালীগঞ্জ-আদিতমারী (লালমনিরহাট-২)। নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন খোদ সরকারি দলের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। সম্ভাব্য অন্য দলের এমপি প্রার্থীরাও নড়েচড়ে বসেছেন। পাড়া-মহল্লায় ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগানোর হিড়িক পড়ে গেছে। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ তার নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশ করছেন। সেই সমাবেশ থেকেই আগামী নির্বাচনের জন্য নৌকা মার্কায় ভোট চাইছেন। সমাবেশে তুলে ধরা হচ্ছে সরকারের নানা সাফল্যের কথা। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শিল্পপতি মো. সিরাজুল হকও  এমপি পদে নির্বাচনের জন্য মাঠ চষে বেড়াচ্ছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সমাজকল্যাণ সম্পাদক রোকন উদ্দিন বাবুলও কোমর বেঁধে মাঠে নেমেছেন। তার পক্ষে ফেসবুকে ও মাঠে ভোট প্রার্থনা করছেন তার কর্মী-সমর্থকরা। তার কর্মী বাহিনী পাড়া-মহল্লায় জোর প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি বিএনপি থেকেও একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। বিএনপি প্রার্থীদের মধ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ হেলাল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শিল্পপতি জাহাঙ্গীর আলম মাঠে নেমেছেন। আগাম জাতীয় সংসদ নির্বাচনের খবর পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ার পর লালমনিরহাট-২ আসনের সম্ভাব্য দলীয় এমপি প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। আলোচনার ঝড় উঠেছে চায়ের দোকানসহ মাঠেঘাটে। সব প্রার্থী কর্মী বাহিনী নিয়ে মাঠে নেমেছেন। বলতে গেলে এতদিনের ঝিমিয়ে পড়া রাজনীতি যেন আবার জেগে উঠেছে। প্রাণ ফিরে পেয়েছে লালমনিরহাট-২ আসনের রাজনীতির মাঠ। সাধারণ মানুষও এখন সুবিধা আদায়ে মাঠে নেমেছেন।

এই পাতার আরো খবর
up-arrow