শিরোনাম
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
ফেসবুকে অভিযোগ

সাত পরিবহনকে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে দূরপাল্লার পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী পরিবহন করছে ফেসবুকের মাধ্যমে এমন খবর পেয়ে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তারা বিভিন্ন পরিবহন থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে। বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন, মোহাম্মদ আলী সিদ্দিকী ও শাহরিয়ার মুক্তার নেতৃত্বে গতকাল দুপুরে বাগেরহাট ও ফকিরহাট বাসস্ট্যান্ড এবং কাটাখালীতে এ অভিযান চালানো হয়। জানা যায়, বাগেরহাটে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে বাসগুলো অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী বহন করছে। বাগেরহাট জেলা প্রশাসনের ফেসবুক পেজে সোমবার সকালে সালাম নামে এক ব্যক্তি অভিযোগ করেন। অভিযোগ পেয়ে দুপুরে ফকিরহাট, কাটাখালী ও সদর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময়ে কাউন্টারের রেজিস্ট্রার এবং উপস্থিত যাত্রীদের ক্রয় করা টিকিট পর্যবেক্ষণ করে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পায়। পরে অতিরিক্ত ভাড়া আদায়কারী সাতটি দূরপাল্লার পরিবহন ও আঞ্চলিক বাসকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর