Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২০ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৫৯
সাবেক সেনা সার্জেন্ট অপহরণ
রাঙামাটিতে ৪ জেএসএস নেতা কারাগারে
রাঙামাটি প্রতিনিধি

অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট অপহরণ মামলার চার আসামিকে জেল হাজতে পাঠিয়েছে রাঙামাটির আদালত। এরা হলেন—বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা সভাপতি বড়ঋষি চাকমা, জেএসএস নেতা প্রভাত কুমার চাকমা, ত্রিদিব চাকমা ও  অজয় চাকমা। গতকাল সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রোকন উদ্দীন কবির তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। জানা গেছে, উপজেলা নির্বাচনে সৃষ্ট বিরোধকে ঘিরে ৩১ মে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকার অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মুকুল কান্তি চাকমাকে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। ৪ জুলাই মুকুল চাকমার মেয়ে নমিসা চাকমা বাদী হয়ে উপজেলা চেয়ারম্যানসহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৯জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে বাঘাইছড়ি থানায় একটি অপহরণ মামলা করেন।

এই পাতার আরো খবর
up-arrow