Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

ঢাকা, শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
প্রকাশ : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০২:৫৪
‘অধ্যক্ষরা হবেন একাডেমিক লিডার’
গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষদের নিয়ে ‘শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে ২২টি ব্যাচে প্রতি ব্যাচে ১০০ জন করে এই কর্মশালায় অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রথম ব্যাচের কর্মশালার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে ড. হারুন বলেন, ফাইল স্বাক্ষর আর রুটিনওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়, অধ্যক্ষদের হতে হবে স্ব-স্ব প্রতিষ্ঠানের একাডেমিক লিডার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আসলাম ভূঁইয়া, প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow