Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২১ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২৫
পুলিশের ধাওয়ায় যুবকের মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি

জেলার পুনর্ভবা নদী থেকে দোলন নামে এক যুবকের লাশ গতকাল উদ্ধার করেছে বিরল থানা পুলিশ। দোলন দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা অন্ধ হাফেজ মোড় এলাকার নঈম উদ্দিনের ছেলে।

নিহতের ভাই মুন্না জানান, গত মঙ্গলবার পুনর্ভবা নদীর রেল ব্রিজের পাশে মাদক সেবন করছিল কয়েক যুবক। এ সময় পুলিশের তাড়া খেয়ে তিনজন নদীতে ঝাঁপ দেন। দুজন সাঁতরে নদী পার হয়ে চলে যান। সাঁতার না জানায় ডুবে যান দোলন। বুধবার সকালে লাশ রেল ব্রিজের নিচে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা উদ্ধার করেন। বিরল থানার ওসি তাপস চন্দ্র জানান, মঙ্গলবার রেল ব্রিজের পাশে পুলিশ কোনো অভিযান চালায়নি এবং সেখান থেকে কাউকে আটকও করা হয়নি।

এই পাতার আরো খবর
up-arrow