বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়

ছাত্র-এলাকাবাসী সংঘর্ষ হল ত্যাগের নির্দেশ

মাদারীপুর প্রতিনিধি

কালকিনি উপজেলার ডাসারে শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের আবাসিক ছাত্রদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। ঘটনার পর উত্তেজনা বিরাজ করায় গতকাল সকালে আবাসিক ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ঘটনাস্থল পরিদর্শন করে সমাধানের আশ্বাস দিয়েছেন সহকারী পুলিশ সুপার (সার্কেল)।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজমাঠে আবাসিক ছাত্রদের খেলতে না দেওয়ায় ছাত্র ও বহিরাগতদের বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার রাতে কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র নিরবকে স্থানীয় ও বহিরাগত ছয়-সাত ছাত্র মিলে মারধর করে। রাতেই আবাসিক শতাধিক ছাত্র কলেজের সামনে আঞ্চলিক সড়ক অবরোধ করে। এতে স্থানীয় ও বহিরাগত ছাত্ররা আবাসিক ছাত্রদের ওপর ক্ষিপ্ত হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্রদের ওপর লাঠিচার্জ করে। এ সময় আহত হন প্রায় ১৫ জন। এ ঘটনায় বিচার চেয়ে গতকাল সকাল ৯টার দিকে মানববন্ধনের আয়োজন করেন কলেজের আবাসিক ছাত্ররা। মানববন্ধন চলাকালে স্থানীয় ও বহিরাগতরা হামলা চালালে ১০ ছাত্র আহত হন। অধ্যক্ষ দুলর্ভ আনন্দ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। মাদারীপুর সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর