Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২২ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:১৬
খাগড়াছড়িতে বাস খাদে পড়ে নিহত ৫
টাঙ্গাইলে মামা-ভাগনি
খাগড়াছড়ি ও টাঙ্গাইল প্রতিনিধি

খাগড়াছড়ির আলুটিলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৮ যাত্রী। নিহতরা হলেন— মোসলেম উদ্দিন (৬০), সাহাব উদ্দিন (২৫), মহিমা (২২), রীতি চাকমা (৭ মাস), আল আমিন (৭)। জানা যায়, গতকাল দুপুরে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে আলুটিলা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ পাঁচজন নিহত হন। এদিকে ঢাকা টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগনি নিহত হয়েছেন। উপজেলার গোহালিয়াবাড়ী নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— পাবনার ভাঙ্গুরা উপজেলা কহিক প্রামাণিকের ছেলে রহিম ও তার ভাগনি চাটমোহর উপজেলার হাসান আলীর মেয়ে আঁখি।

এই পাতার আরো খবর
up-arrow