শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রাইভেট না পড়ায় ছাত্রকে পিটিয়ে জখম করলেন শিক্ষক

মাদারীপুর প্রতিনিধি

প্রাইভেট না পড়ার অজুহাতে মাদারীপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ঘটনানাটি ঘটে জেলা সদরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্কুলকর্তৃপক্ষ।

আহত ছাত্র ফাহিমের বাবা উপ-প্রকৌশলী হাসান কবির বলেন, ‘আমি ঈদের ছুটিতে পরিবারসহ গ্রামের বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়লে মাদারীপুর আসতে একদিন দেরি হয়। ছেলে গতকাল স্কুলে গেলে শিক্ষক সুকুমার তার কাছ থেকে জরিমানা আদায় ও বকাঝকা করেন। এ কারণে ফাহিম তার কাছে প্রাইভেট পড়তে অনীহা প্রকাশ করলে ওই শিক্ষক ছেলেকে পিটিয়ে আহত করে। অভিযুক্ত সুকুমার হালদার জানান, প্রাইভেট তো দেশব্যাপী সবাই পড়ান। তিনি তো একাই পড়ান না। ছাত্র নির্যাতনের বিষয় বলেন, ‘আমি বেত দিয়ে একটি বাড়ি দিয়েছি মাত্র।’ ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সব ধরনের নির্যাতনই বেআইনি।

সর্বশেষ খবর