শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

গ্রাহকের টাকা নিয়ে সমিতি পরিচালক লাপাত্তা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

গ্রাহকের আমানতের প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে সপরিবারে আত্মগোপন করেছেন বগুড়া সান্তাহারের ‘আমরা প্রত্যেকে কাজ শিখি’ (আপ্রকাশি) নামক সমিতির মালিক ও নির্বাহী পরিচালক এস এম জুয়েল। এ অবস্থায় গত রবিবার ওই সংস্থার সহযোগী প্রতিষ্ঠান ‘স্টার হোটেল’র তালা ভেঙে তার দখল নিয়েছেন শতাধিক পাওনাদার। তারা চার দিন ধরে খেয়ে না খেয়ে অবস্থান করছেন ওই হোটেলের ভিতর। কিছু গ্রাহক দখলে নিয়েছেন জুয়েলের পরিবারের সান্তাহার ও পাশের নওগাঁ এলাকায় থাকা কয়েকটি প্রতিষ্ঠান ও জমি। এখনো প্রায় দেড় হাজার নারী-পুরুষ মুনাফা বা মূল টাকা কিছুই না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন। এ বিষয়ে জানতে আপ্রকাশির মালিক জুয়েলের মুঠোফোনে একাধিকবার কল করেও তা বন্ধ পাওয়া যায়। জানা যায়, ২০০৩ সালে সান্তাহার শহরে এস এম জুয়েল আপ্রকাশি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির কার্যালয় খোলেন।

সর্বশেষ খবর