শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ডাকাতের হামলায় গরু ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জের মধুখালির মাঠে ডাকাতদলের হামলায় মারা গেছেন গরু ব্যবসায়ী ভুলু হোসেন। আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রাত সাড়ে ৯টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। নিহত ও আহত গরু ব্যবসায়ীদের বাড়ি আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামে। আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন জানান, ১৬-১৭ জন গরু ব্যবসায়ী জীবননগরের শিয়ালমারি হাটে গরু বিক্রি করে লাটাহাম্বরযোগে (ইঞ্জিনচালিত তিনচাকার ভ্যানগাড়ি) নিজ এলাকায় ফিরছিলেন।

তাদের গাড়ি মধুখালির মাঠে পৌঁছলে সশস্ত্র ডাকাতদল ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ছয় ব্যবসায়ী আহত হন। ডাকাতরা বোমা হামলাও চালায়। সদর হাসপাতালে আনার পর গরু ব্যবসায়ী ভুলু হোসেন (২৭) মারা যান। পুলিশ সুপার রশীদুল হাসান জানান, ডাকাতদলকে ধরতে  পুলিশি অভিযান শুরু হয়েছে।

সর্বশেষ খবর