শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মা টুম্পার ছবি হাতে ছেলে নাফি

গাজীপুর প্রতিনিধি

মা টুম্পার ছবি হাতে ছেলে নাফি

মা নুশরাত জাহান টুম্পা হত্যার বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে ছেলে নাফি

গৃহবধূ নুশরাত জাহান টুম্পা হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে বৃহস্পতিবারও গাজীপুরে মানববন্ধন, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কোনাবাড়ি শিল্প এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধনে অংশ নিয়ে বিচার চাইলেন নিহত নুশরাত জাহান টুম্পার ছেলে নির্জন ইসলাম নাফি ও মা সেলিনা বেগম। এছাড়া এলাকাবাসী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরাও ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন। বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন, সফিকুর আমিন তপন, আজাহার মোল্লা, খলিলুর রহমান। বক্তারা, নিহত টুম্পার স্বামী সোলায়মান মিয়াকে এ ঘটনায় অভিযুক্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে একটি বাসা থেকে গাজীপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোলায়মান মিয়ার স্ত্রী ও গাজীপুরের কোনাবাড়ি এলাকার নজরুল ইসলামের মেয়ে নুশরাত জাহান টুম্পার লাশ উদ্ধার করা হয়। টুম্পাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার দাবি করেছেন।

সর্বশেষ খবর