Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৬
বিশ্ব নদী দিবসে ইছামতী পুনরুদ্ধার দাবি
পাবনা প্রতিনিধি

দখল, দূষণ আর আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী। জেলা শহরের বুক চিরে প্রবাহিত খরস্রোতা এ নদী এখন শুধুই স্মৃতি। পাবনাবাসীর এক সময়ের আশীর্বাদ ইছামতি এখন দুর্ভোগের অপর নাম। বিশ্ব নদী দিবসে গতকাল এ নদীটি পুনরুদ্ধারের দাবিতে র‌্যালি ও মানববন্ধন করেছেন জেলাবাসী। পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকালে র‌্যালি বের হয়ে ইছামতীর তীরে মানববন্ধনে মিলিত হয়। এ সময় জেলা প্রশাসক রেখা রাণী পাবনাবাসীর এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নদীর প্রাণ ফেরাতে দ্রুত সরকারি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। জেলা প্রশাসক বলেন, ‘নদীটি আমার নয়, পাবনাবাসীর। এটি সচল হলে পাবনার আপামর জনগণ উপকৃত হবেন। আমি নদীটি পুনরুদ্ধারে চেষ্টা চালিয়ে যাব। ’ জানা যায়, পাবনা পৌর এলাকার মধ্যদিয়ে বয়ে যাওয়া ৯ কিলোমিটার দীর্ঘ এই নদীটির অধিকাংশ এলাকা ময়লা আবর্জনায় ভরাট হয়ে গেছে। প্রভাবশালীরা নদীর উৎসমুখ ভরাট করে ফেলায় নদীটি হয়ে গেছে বদ্ধ খাল।

অনেক স্থানেই নদীর জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে পাকা স্থাপনা।

up-arrow