সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মুক্তিযোদ্ধার মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন, তদন্ত কমিটি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে আবদুল লতিফ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে বেওয়ারিশ হিসেবে দাফনের অভিযোগে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় গতকাল জেলা প্রশাসনের পক্ষে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৃত আবদুল লতিফ দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী এলাকার মৃত তমিজ উদ্দিন সরকারের ছেলে। ছেলে মমিনুল ইসলাম স্বাক্ষরিত দরখাস্তে জানানো হয়, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা উত্তোলন করে ফেরার পথে গত  ৪ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ সেপ্টেম্বর তিনি মারা যান। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মুক্তিযোদ্ধা সেবাকেন্দ্র এবং থানা ও জেলা কমান্ডারকে অবহিত না করে পুলিশের কাছে লাশ হস্তান্তর করে। এর তিন দিন পর পুলিশ বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করে। জেলা প্রশাসক মীর খায়রুল আলম দরখাস্তের এবং তদন্ত কমিটির সত্যতা স্বীকার করেছেন।

সর্বশেষ খবর