সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
সড়ক দুর্ঘটনা

বান্দরবান মুন্সীগঞ্জ হবিগঞ্জে নিহত ৪

প্রতিদিন ডেস্ক

বান্দরবান, মুন্সীগঞ্জ ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এরমধ্যে বান্দবানে দুজন এবং মুন্সীগঞ্জ ও হবিগঞ্জে মারা গেছেন একজন করে। গতকাল এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর— বান্দরবান : কাঠবোঝাই ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হয়েছেন। বান্দরবান-কেরাণীহাট সড়কের রেইছা এলাকায় গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক মো. ইউসুফ ও কাঠ ব্যবসায়ীর মাঝি শামসুল হক। দুর্ঘটনার সময় ট্রাকের ধাক্কায় ৩৩ কেভি বিদ্যুতের লাইনসহ একটি খুটি ভেঙে যায়। মুন্সিগঞ্জ : ঢাকা-মাওয়া মহাসড়কে বাস উল্টে একজন নিহত ও ২০ যাত্রী আহত হয়েছেন। সিরাজদিখানে ধলেশ্বরী-২ ব্রিজের ঢালে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মকবুল হোসেন। তিনি সিরাজদিখান উপজেলার পাথরঘাটা গ্রামের আমান মিয়ার ছেলে। হবিগঞ্জ : চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের শ্রীকুটা বাজারের কাছে অটোরিকশা ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে বাচ্চু মিয়া নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। বরগুনায় শিশু : আমতলী-কলাপাড়া সড়কের ছুরিকাটা নামক স্থানে রবিবার বাসের চাকায় পিষ্ট হয়ে তিন বছরের শিশু রিয়া মণির মৃত্যু হয়েছে। রিয়া মণির বাড়ি ছুরিকাটা, তার বাবার নাম আলম গাজী।

সর্বশেষ খবর