Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৭
সড়ক দুর্ঘটনা
বান্দরবান মুন্সীগঞ্জ হবিগঞ্জে নিহত ৪
প্রতিদিন ডেস্ক

বান্দরবান, মুন্সীগঞ্জ ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এরমধ্যে বান্দবানে দুজন এবং মুন্সীগঞ্জ ও হবিগঞ্জে মারা গেছেন একজন করে। গতকাল এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর— বান্দরবান : কাঠবোঝাই ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হয়েছেন। বান্দরবান-কেরাণীহাট সড়কের রেইছা এলাকায় গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক মো. ইউসুফ ও কাঠ ব্যবসায়ীর মাঝি শামসুল হক। দুর্ঘটনার সময় ট্রাকের ধাক্কায় ৩৩ কেভি বিদ্যুতের লাইনসহ একটি খুটি ভেঙে যায়। মুন্সিগঞ্জ : ঢাকা-মাওয়া মহাসড়কে বাস উল্টে একজন নিহত ও ২০ যাত্রী আহত হয়েছেন। সিরাজদিখানে ধলেশ্বরী-২ ব্রিজের ঢালে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মকবুল হোসেন। তিনি সিরাজদিখান উপজেলার পাথরঘাটা গ্রামের আমান মিয়ার ছেলে। হবিগঞ্জ : চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের শ্রীকুটা বাজারের কাছে অটোরিকশা ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে বাচ্চু মিয়া নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। বরগুনায় শিশু : আমতলী-কলাপাড়া সড়কের ছুরিকাটা নামক স্থানে রবিবার বাসের চাকায় পিষ্ট হয়ে তিন বছরের শিশু রিয়া মণির মৃত্যু হয়েছে। রিয়া মণির বাড়ি ছুরিকাটা, তার বাবার নাম আলম গাজী।

এই পাতার আরো খবর
up-arrow