সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

১০ হাজার বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার বাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এনডিসি কাবিরুল ইসলাম খান অভিযান চালিয়ে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেন। এ সময় নরসিংদী তিতাস গ্যাস আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে সংযোগ বিচ্ছিন্ন কর্যক্রম পরিচালনা করেন। দীর্ঘ পাঁচ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে সদর উপজেলার ১৩টি এলাকার প্রায় দশ হাজারেরও বেশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নরসিংদী তিতাস গ্যাস আঞ্চলিক বিক্রয় কেন্দ্রের উপ মহা-ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম অভিযান পরিচালনা করেন। কারিগরি ব্যবস্থাপক পারভেজ আহম্মেদের  নেতৃত্বে কারিগরি দল মাটি খুঁড়ে প্রায় ১৫ হাজার ফিট ৩ ইঞ্চি ও ২ ইঞ্চি ব্যসার্ধের লোহার পাইপ উদ্ধার করে।

সর্বশেষ খবর