সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

গাছের সঙ্গে শত্রুতা

নরসিংদীর শিবপুরে এক কৃষকের বাগানের অর্ধশতাধিক ফলদ ও বনজ গাছ কেটে ফেলা হয়েছে। রবিবার উপজেলার নৌকাঘাটা পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নৌকাঘাটা এলাকার কৃষক শহিদুল ইসলাম জানান— কয়েক বছর ধরে তিনি দুই একর জমিতে ফলদ ও বনজ গাছের বাগান গড়ে তোলেন। পূর্ব বিরোধের জেরে একই এলাকার মোমেন মিয়ার সঙ্গে তার বিরোধ হয়। শনিবার সকালে মোমেন তার পরিবারের ১৪-১৫ জন লোক নিয়ে বাগানের অর্ধশতাধিক গাছ কেটে ফেলেন। —নরসিংদী প্রতিনিধি

পোশাক শ্রমিকদের কর্মবিরতি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সুপ্রিম নিটওয়ার নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছেন। দাবিগুলো হল, হাজিরা বোনাস ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা, খাবার ও যাতায়াত ভাতা ১৫৩০ টাকা থেকে ২০০০ টাকা, টিফিন বিল ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা ও বেতন ভাতা রাতে না দিয়ে দিনের বেলা বেতন ভাতা পরিশোধ করা। নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, দাবিগুলো মেনে নিলে শ্রমিকরা কাজে যোগ দেয়। —সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর