Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০২:৩৯
চালক থাকলেন ঘুমিয়ে ট্রেন চলে গেল সাত কিলোমিটার
দিনাজপুর প্রতিনিধি

পার্বতীপুরে যাত্রীবিহীন (এমটি) একটি ট্রেন সান্টিং করতে গিয়ে ঘুমিয়ে পড়েন চালক। আর তখন ট্রেনটি চলে যায় সাত কিলোমিটার পথ। গতকাল রাত আড়াইটার দিকে পার্বতীপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটেছে। তবে এ সময় ওই লাইনে কোনো ট্রেন না থাকায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। পার্বতীপুরের স্টেশনমাস্টার সাহেদ জামান জানান, রাত আড়াইটার দিকে পার্বতীপুর স্টেশনে সান্টিং কাজে ব্যবহৃত ব্রডগেজ লাইনের ৬৩০৮ নম্বর ইঞ্জিন নিয়ে চালক (লোকো মাস্টার) আনছারুল ‘২৩ আপ’ যাত্রীবিহীন  ট্রেনের সান্টিং করছিলেন। এ সময় তিনি ঘুমিয়ে পড়লে ট্রেনটি হোম সিগন্যালে না থেমে ভবানীপুর স্টেশন অভিমুখে রওনা হয়। ট্রেনটি হোম সিগন্যালে না দাঁড়ানোয় পয়েন্টসম্যান মাহবুব আলম কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তিনি ট্রেনটি থামানোর জন্য চালককে ফোন দিতে থাকেন। কিন্তু ফোনের শব্দে যখন তাঁর ঘুম ভাঙে, ততক্ষণে ট্রেনটি চলে যায় পার্বতীপুর থেকে সাত কিলোমিটার দূরে ভবানীপুর স্টেশনের আউটার সিগন্যালের কাছে। পরে সেখান থেকে ট্রেনটি ফিরিয়ে ওয়াশ ফিটে নিয়ে আসেন তিনি।

এই পাতার আরো খবর
up-arrow