শিরোনাম
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পানির মধ্যে পাঠদান

দিনাজপুর প্রতিনিধি

পানির মধ্যে পাঠদান

বেশি বৃষ্টি হলেই দিনাজপুর সদর উপজেলার ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে পানি। আর এই পানির মধ্যেই চলে পাঠদান। —বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুর সদর উপজেলার ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়। একটু বেশি বৃষ্টি হলেই এ বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে ঢুকে পানি। আর পানির মধ্যেই চলে পাঠদান। এ কারণে বর্ষা মৌসুমে অনেক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ভয়ে ক্লাসে অনিয়মিত হয়ে পড়ে। যারা আসে তারা সর্দি, হাঁচি-কাঁশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ অবস্থা তিন বছর ধরে চললেও স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। একই অবস্থা ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও। ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মায়িশা জানায়, বৃষ্টির কারণে বিদ্যালয়ে আসতে পারি না। পোশাক বইপত্র ভিজে যায়। পচা পানিতে হাত-পা চুলকায় পরে তাতে ঘা হয়। উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র কাওসারের ভাষ্য, পানিতে ভেসে আসা ময়লার দুর্গন্ধ আর পোকা-মাকড়ের ভয়ে ক্লাসে পড়ায় মন বসে না। তাছাড়া মাঠে পানি জমে থাকায় খেলাধুলার অসুবিধা হয়। প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন ঝর্ণা বলেন, বৃষ্টির সময় স্কুলমাঠসহ ক্লাসরুম তলিয়ে যায়। ভবনের টিনের চালা পুরান হওয়ায় ভিতরে পানি পড়ে। পানির মধ্যে ক্লাস নিলে শিশুদের বইখাতা নষ্ট হয়। কারো দেখা দেয় সর্দি, হাঁচি-কাঁশিসহ নানা রোগ। এ অবস্থায় স্কুল বন্ধও রাখা যায় না। বন্ধ দিলে আবার শিক্ষার্থী উপস্থিতি সংখ্যা একবারে কমে যায়। উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এ সংকট তৈরি হয়। এতে বিঘ্নিত হয় ছেলে-মেয়েদের লেখাপড়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর