মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
তিনটি হত্যা মামলার রায়

একজনের ফাঁসি যাবজ্জীবন ৮

প্রতিদিন ডেস্ক

বাগেরহাট, চট্টগ্রাম ও গাজীপুরে গতকাল তিনটি হত্যা মামলার রায় হয়েছে। এসব মামলায় একজনের ফাঁসি এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সংশ্লিষ্ট আদালত। প্রতিনিধিদের খবর—

বাগেরহাট : বাগেরহাট সদরের শ্রীঘাট এলাকায় শাহিন শেখ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলায় একজনকে ফাঁসি ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ফাঁসির আদেশপ্রাপ্ত আসামি সোহাগ শেখ মোড়েলগঞ্জ উপজেলার আমির আলী শেখের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন— আল আমিন ওরফে তুহিন, সোহাগ ওরফে জাহিদ, জসিম ও মহির শেখ ওরফে নাজমুল। চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার সাদেকনগরের সাইফুল আলম নামে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে হওয়া মামলায় একই পরিবারের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। এছাড়া ওই পরিবারের আরও একজনকে ১০ বছরের সাজা প্রদান করা হয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— বেবী আক্তার, তার ছেলে ফোরকান ও ভাই জাহাঙ্গীর। সাজাপ্রাপ্ত অপর আসামি আনোয়ারা বেবী আক্তারের মেয়ে।

গাজীপুর : জেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামির নাম ফারুক হোসেন।

তিনি টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকার জীবন ড্রাইভার ওরফে জেবন আলীর ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর