Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৩৮
বর্ণাঢ্য আয়োজনে পর্যটন দিবস পালিত
প্রতিদিন ডেস্ক
বর্ণাঢ্য আয়োজনে পর্যটন দিবস পালিত
রাঙামাটিতে ট্রাক র‌্যালি —বাংলাদেশ প্রতিদিন

বিশ্ব পর্যটন দিবস ছিল গতকাল। দিনটি পালন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় নানা কর্মসূচির। এর মধ্যে ছিল— পিঠা উৎসব, র‌্যালি, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিনিধিদের পাঠানো খবর—

রাঙামাটি : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাচ-গান, পিঠা উৎসব আর ফানুস উড়ানোর মধ্যদিয়ে রাঙামাটিতে দিবসটি পালিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট চত্বর থেকে বের হয় মোটরশোভাযাত্রা। এ সময় ঢাকের তালে তালে আনন্দ উৎসবে মেতে ওঠেন পাহাড়ি-বাঙালি তরুণ-তরুণীরা। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন— বৃষ কেতু চাকমা, এসএম জাকির হোসেন, অমিত চাকমা রাজু প্রমুখ। কক্সবাজার : র‌্যালির মধ্যদিয়ে কক্সবাজারে শুরু হয় দিবসের কর্মসূচি। র‌্যালিটি হোটেল-মোটেল জোন ঘুরে সৈকতের লাবণী পয়েন্টে এসে শেষ হয়। পরে সৈকতের উন্মুক্ত মঞ্চে জেলা প্রশাসক আলী হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, অ্যাড. সিরাজুল মোস্তফা, ফজলুল করিম, ফজলে রাব্বি। এ ছাড়া বিচ ম্যানেজমেন্ট কমিটি ও জেলা প্রশাসন সৈকতের কীটকটে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পিঠা উৎসব, পরিচ্ছন্নতা অভিযানসহ নানা অনুষ্ঠান আয়োজন করে। শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল ট্যুরগাইড কমিউনিটির আয়োজনে ও হোটেল, রেস্টুরেন্ট মালিক সমিতির সহযোগিতায় র‌্যালি বের হয়। বিকালে টি হেভেন রেস্টহাউস হলরুমে বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাসুকুর রহমান সিকদার। খাগড়াছড়ি : সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে বের হওয়া র‌্যালিতে বিভিন্ন হোটেল মালিক, ছাত্রছাত্রীসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে টাউন হল প্রাঙ্গণে সমাবেশে এসএম সালাহউদ্দিন, খগেশ্বর ত্রিপুরা, নিগার সুলতানা প্রমুখ বক্তব্য দেন। হবিগঞ্জ : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সফিউল আলম। বক্তব্য দেন অ্যাড. শাহ ফখরুজ্জামান, মোজাফফর হোসেন ও সুুধাংশু সূত্রধর। বাগেরহাট : শহরের স্বাধীনতা উদ্যান থেকে সকালে শোভাযাত্রা শুরু হয়ে ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি সংগঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। পরে জেলা প্রশাসক তপন কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন— ডা. মোজাম্মেল হোসেন, শওকাত আলী বাদশা, ড. নমিতা হালদার প্রমুখ। আলোচনা শেষে ঘোড়া দিঘিতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবহী বাইচ। বরগুনা : সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন— ড. বশিরুল আলাম, মো. নুরুজ্জামন, হাসানুর রহমান ঝন্টু প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow