বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জামায়াত-‘জেএমবি’সহ চার জেলায় গ্রেফতার ১০১

প্রতিদিন ডেস্ক

সিরাজগঞ্জ, গাইবান্ধা, রাজশাহী ও বরগুনার আমতলীতে জামায়াতের নেতা-কর্মী, সন্দেহভাজন জেএমবি সদস্যসহ ১০১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন জামায়াতের ১২ নেতা-কর্মী ও একজন ‘জেএমবি’ সদস্য। বাকিরা বিভিন্ন মামলার আসামি। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— সিরাজগঞ্জ : উল্লাপাড়া উপজেলার ১২ জামায়াত নেতা-কর্মী গতকাল নাশকতা মামলায় জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান। এদের মধ্যে রয়েছেন— স্থানীয় জামায়াত নেতা মেলকান হোসেন, হাসান ইমাম, খোরশেদ আলম, লাল চান, শিহাব হোসেন এবং কর্মী আব্বাস, আজম, জুবায়ের, বেলাল ও হেলাল। গাইবান্ধা : জেলায় পুলিশের বিশেষ অভিযানে আবদুল হাদি নামে সন্দেহভাজন এক জেএমবি সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।  গ্রেফতার আবদুল হাদি জেএমবির সক্রিয় সদস্য বলে দাবি পুলিশের। অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। রাজশাহী : মহানগরীতে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারদের মধ্যে ২০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, দুজন মাদক বিক্রেতা ও তিনজন মাদকসেবী। আমতলী : বরগুনার আমতলীতে পুলিশের বিশেষ অভিযানে গত দুই দিনে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৫৯ আসামি গ্রেফতার হয়েছেন। তাদের গতকালই আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর