বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় শিক্ষক ছাত্রসহ নিহত ১১

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন স্থানে ১১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে যশোর ও টাঙ্গাইলের সখিপুরে দুজন করে এবং বাগেরহাট, দিনাজপুর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজারের চকরিয়া, গাজীপুরের টঙ্গী ও লক্ষ্মীপুরের রায়পুরে নিহত হন একজন করে। সোমবার সন্ধ্যা থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর— যশোর : যশোর-বেনাপোল সড়কে গতকাল সড়ক দুর্ঘটনায় বাকড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রাজ্জাক ও রিপন হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। আবদুর রাজ্জাক ও রিপন সকালে মোটরসাইকেলে যশোর থেকে ঝিকরগাছার দিকে যাচ্ছিলেন। বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। বড়চওনা মৌটার পাড় এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— বড়চওনা কুতুবপুর কলেজের ছাত্র সুমন আহমেদ ও জিতেশ্বরী গ্রামের অটোভ্যানচালক একাব্বর হোসেন। এ সময় আরও এক ছাত্র গুরুতর আহত হন। বগুড়া : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ঘোগা হাটখোলা এলাকায় গতকাল দুপুরে ট্রাকের ধাক্কায় লেগুনার হেলপার সজিব নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহত সজিব শেরপুর উপজেলার ধড়মোকাম দক্ষিণপাড়ার শফির ছেলে। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মানিক নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি শিবগঞ্জ পৌর এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। বাগেরহাট : জেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় আজিম নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন ইউপি সদস্যসহ দুজন। নিহত আজিমের বাড়ি কচুয়া উপজেলার বারুইখালী গ্রামে। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর : বীরগঞ্জে ট্রাক্টরচাপায় মকলেছ নামে এক শ্রমিকের প্রাণহানি ঘটেছে। মকলেছ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের আবুল কাশেমের ছেলে। চকরিয়া : কক্সবাজারের পেকুয়ায় টমটমের ধাক্কায় চতুর্থ শ্রেণির ছাত্রী লুত্ফা নিহত হয়েছেন। উপজেলার হাসপাতাল সংলগ্ন সড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। রায়পুর : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার জালিয়ার চরে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রিপন নামে এক যুবক নিহত হন। আহত হন পিকআপভ্যান চালকসহ চারজন। নিহত রিপন উত্তর চর আবাবিল ইউনিয়নের মোখলেছুরের ছেলে। টঙ্গী : গাজীপুরের টঙ্গী চেরাগআলী বাসস্ট্যান্ড এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় রাসেল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রাসেল লক্ষ্মীপুর সদর এলাকার রতনপুরের আ. কাইয়ুম মুন্সির ছেলে।

সর্বশেষ খবর