বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিদ্যুত্স্পৃষ্টে পাঁচ শ্রমিক নিহত

গাজীপুর ও সাভার প্রতিনিধি

ঢাকার সাভার ও গাজীপুরে বিদ্যুত্স্পৃষ্টে পাঁচ শ্রমিক প্রাণ হারিয়েছেন। ঢাকার সাভারের আমিনবাজারে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। আমিনবাজার এলাকায় আলী সুপার মার্কেটে গতকাল সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— ময়মনসিংহ জেলার সাইদুল (২৬), নওগাঁর গেলু (২৭) ও গাইবান্ধার শাহ আলম (২৬)। খবর পেয়ে পুলিশ তাদের লাশ থানায় নিয়ে আসে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সকাল ৮টার দিকে আমিনবাজার এলাকায় আলী সুপার মার্কেটে তৃতীয় তলায় ‘রশিদ ডেন্টাল ক্লিনিকে’র ডিজিটাল সাইনবোর্ডে লাইটিংয়ের কাজ করছিলেন আট শ্রমিক। এ সময় অসাবধানতাবশত ওই ভবনের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। এদিকে গাজীপুরে কাশিমপুরের একটি পোলট্রি হ্যাচারিতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। নিহতরা হলেন ইমরান হোসেন (২০) ও সোহাগ (২৪)। জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. হারুন অর রশিদ ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর শৈলডুবি এলাকার বিশ্বাস পোলট্রির প্রতিষ্ঠান ফ্রেস চিকস লিমিটেডের কয়েক শ্রমিক সোমবার সন্ধ্যায় টিনশেড ভবনের পানির ট্যাংক স্থানান্তর করছিলেন। এ সময় কয়েক শ্রমিক বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে আহত হন। ঘটনার সময় পাশে থাকা অন্যরা তাদের ছাড়াতে গিয়ে তারাও বিদ্যুত্স্পৃষ্ট হন। বিশ্বাস পোলট্রির ব্যবস্থাপক (প্রশাসন) জাহিদ হোসেন ও হাসপাতালের কর্মকর্তা মো. শফিক বলেন, বিদ্যুত্স্পৃষ্টে আহতদের মধ্যে ১৪ জনকে গুরুতর অবস্থায় জামগড়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর