বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ তারাব বাজার এলাকায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুটি পাইকারি চালের  দোকানের মালিকদের ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) মো. সাইদুল ইসলাম। গতকাল সন্ধ্যায় এ জরিমানা করা হয়। —রূপগঞ্জ প্রতিনিধি

বিষ প্রয়োগে হাঁস নিধন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিষ প্রয়োগ করে দুই শতাধিক হাঁস মেরে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কেশরপাড়া গ্রামের কেছরিয়া বন এলাকায় এ ঘটনা ঘটে। হাঁসের মালিক আসাবুল মিয়া রাজনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।

—মৌলভীবাজার প্রতিনিধি

ভুয়া সার্জেন্ট আটক

নারায়ণগঞ্জে ভুয়া ট্রাফিক সার্জেন্ট পরিচয় দেওয়া মো. রুবেল নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছে থাকা শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা, যশোর, চাঁদপুর, রাজবাড়ী থানার ভুয়া স্লিপ, ৬টি ভুয়া ড্রাইভিং লাইসেন্সসহ নগদ ৪৫ হাজার টাকা জব্দ করা হয়। —নারায়ণগঞ্জ প্রতিনিধি

ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজন

ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে ব্যাপক আয়োজন করেছে ধামরাই পৌরসভা। গতকাল পৌর ভবনের হলরুমে মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে এ বর্ণাঢ্য আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে আজ সকাল ১০টায় মোটরসাইকেল র‌্যালি, বিকাল ৩টায় ৭০ পাউন্ড ওজনের কেক কেটে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন দলীয় নেতা-কর্মী ছাড়াও প্রায় তিন হাজার লোক। তাই পৌরসভাকে বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে।

—ধামরাই প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর