Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪০
তাদের খাওয়ানো হবে এই কেক তারা বিশ্বাস করতে পারছিল না
পিরোজপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্যাপনের জন্য বানানো ৭০ পাউন্ড ওজনের কেকটি খাওয়ানো হয়েছে পিরোজপুর শিশু সদনের বাসিন্দাদের। এত বড় কেক দেখে এসব অবহেলিত তাজ্জব হয়ে যায়। যখন বড় একটি ভ্যানে করে বৃহদাকার কেকটি এনে তাদের খেতে দেওয়া হলো তখন তাদের বিশ্বাস হচ্ছিল না যে এটা তাদের। সবাই বিহ্বল হয়ে প্রথমে কেকের দিকে তাকিয়েই ছিল, খাচ্ছিল না। গতকাল দুপুরে শহর থেকে ২ কিলোমিটার দূরে শিশু সদনে এতিমদের জন্য কেকটি নিয়ে যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক। জানা যায়, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন কর্মসূচি বাতিল করা হলে কেকটি শিশু সদনের এতিমদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর মজিবুর রহমান খালেক শিশু সদনে পৌঁছে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, পৌর আওয়ামী লীগের সম্পাদক জাহাঙ্গীর হোসেন নান্না।

এই পাতার আরো খবর
up-arrow