বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সরকারের সহায়তা চান প্রতিমা কারিগররা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সরকারের সহায়তা চান প্রতিমা কারিগররা

সিরাজগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর

আর ক’দিন পরই হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর পূজাকে সামনে রেখে পুরোদমে চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ। দিনরাত সমান তালে প্রতিমা তৈরি করে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের ভদ্রঘাট ইউনিয়নের পালপাড়া প্রতিমা কারিগররা। তবে প্রতিমা তৈরিতে যে পরিশ্রম আর খরচ হয় কিন্তু বিক্রি করে বেশি লাভ হয় না। এ জন্য সরকারের কাছে সহায়তার দাবি করেছেন প্রতিমা কারিগররা। সরজমিনে জানা যায়, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বাজার ভদ্রঘাট পালপাড়া একটি গ্রাম। এ গ্রামের প্রায় ৩০-৪০টি হিন্দু পরিবার রয়েছে। এর মধ্যে অধিকাংশই প্রতিমা তৈরির কারিগর। প্রতিমা তৈরি করেই চলে এদের সংসার। সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির  সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু জানান, দুর্গা প্র্রতিমা যারা তৈরি করেন তাদের কারখানার অবস্থা করুণ, এসব কারিগর দারিদ্র্যসীমার নিচে বাস করেন। তাদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তার দাবি করলেন পূজা উদযাপন কমিটির এই নেতা।

সর্বশেষ খবর