বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মিথ্যা অভিযোগে গ্রেফতার, মুক্তি দাবি

ভালুকা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলামের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকার কয়েকশ নারী-পুরুষ। উপজেলার পাড়াগাঁও গাংগাটিয়া গ্রামে গাংগাটিয়া এডুকো স্কুলের সামনে গতকাল এ কর্মসূচি পালন করা হয়। ওই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি শ্রী ফনেন্দ্র চন্দ্র বর্মণ জানান, স্কুলের জন্য মেম্বার রফিকুল ও তার চাচা আবদুস ছাত্তার প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ৩৩ শতাংশ জমি বিনা মূল্যে ২৫ বছরের জন্য লিখিতভাবে স্কুল কর্তৃপক্ষকে দেন। এ ছাড়া মেম্বার স্কুল নির্মাণকালে ইট, বালিসহ অন্যান্য জিনিসপত্র সাপ্লাই করেন। যার দুই লাখ ৫৫ হাজার টাকা ঠিকাদারি প্রতিষ্ঠান আলফা কংক্রিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে পাওনা রয়েছে। ওই টাকা না দেওয়ার জন্য মিথ্যা অভিযোগে মামলা দিয়ে তাকে জেল হাজাতে পাঠানো হয়েছে। ইউএনও কামরুল আহসান তালুকদার জানান, টাকা উদ্ধারের ব্যাপারে ওই মেম্বার লিখিতভাবে জানালে আমি ঠিকাদারি প্রতিষ্ঠান বরাবর পাওনা টাকা মিটিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে চিঠি প্রেরণ করি। হবিরবাড়ি ইউপির আরেক সদস্য আবদুর রউফ জানান, রফিকুলকে মিথ্যা ঘটনা সাজিয়ে ফাঁসানো হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা নাদিরা আক্তার লিপি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে ওই মেম্বারের পাওনা টাকা সংক্রান্ত বিষয় রয়েছে বলে শুনেছি। উল্লেখ্য, ইউপি সদস্য রফিকুলকে গাংগাটিয়া এডুকো স্কুলের নির্মাণকাজে ঠিকাদারের কাছে ঘুষ দাবির অভিযোগে গত সোমবার গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর