Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৪
অটোর চাকায় ওড়না পেঁচিয়ে ছাত্রীর মৃত্যু
নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পুষ্প সাহা (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার হরিপুর মোড়ে গতকাল সকালে এ ঘটনা ঘটে। পুষ্প সাহা উপজেলার তিলনা হিন্দুপাড়ার প্রদীপ সাহার মেয়ে ও স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। জানা যায়, পুষ্প সাহা বাবার সঙ্গে তিলনা বাজার থেকে অটোরিকশায় সাপাহার বাজারে আসছিল। পথে অসাবধানতাবসত পুষ্পর ঘাড়ের ওড়না অটোর চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে চলন্ত ভ্যান থেকে রাস্তায় পড়ে যায় সে। স্থানীয়রা পুষ্পকে সাপাহার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই পাতার আরো খবর
up-arrow