বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

শিক্ষা প্রকৌশল অফিসের ভিত্তিপ্রস্তর ভাঙলো ছাত্ররা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে স্থাপন করা শিক্ষা প্রকৌশল জোনাল অফিসের ভিত্তিপ্রস্তর ভেঙে ফেলেছে ওই বিদ্যালয়ের ছাত্ররা। গতকাল দুপুরে বিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্র মিছিল নিয়ে ভিত্তিপ্রস্তরটি ভেঙে ফেলে। ছাত্রদের দাবি, স্কুলের মাঠ ছাড়া অন্য যেকোনো সরকারি জায়গায় শিক্ষা প্রকৌশল জোনাল অফিস স্থাপন করা হোক। তারা বলে, স্কুলটি আগামীতে কলেজ পর্যায়ে উন্নীত হতে পারে। এ সময় হোস্টেল ও ভবনের জন্য অনেক জায়গার প্রয়োজন হবে। উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর স্কুল মাঠের দক্ষিণ পাশে ২০ শতক জমির উপর এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুকুর রহমান সিকদার, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর