বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

ভাঙনরোধে বিশেষ প্রার্থনা   

কুড়িগ্রামের রাজারহাটে গত কয়েক দিন ধরে প্রবল ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে অনেক পরিবার নিঃস্ব হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছে নদীর তীরবর্তী মানুষ। গতকাল দুপুরে ভাঙনরোধে এলাকাবাসী মাইকে ঘোষণা দিয়ে নদীর পাড়ে জড়ো হয়ে আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। স্থানীয়রা জানান, সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে তিস্তা নদীর বাম তীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তীর সংরক্ষণ ও বিকল্প বাঁধ নির্মাণকাজ চলছে। তিস্তার প্রবল স্রোতে নির্মাণাধীন বাঁধের রিভার সাইটে ১৫০ ফিট জায়গা নদীতে ধসে যায়। —রাজারহাট প্রতিনিধি

আড়াইহাজারে নারী উন্নয়ন মেলা

আড়াইহাজারে ব্র্যাকের ইইপি কর্মসূচির আওতায় বুধবার উপজেলা পরিষদের হলরুমে  দিনব্যাপী নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজালাল মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়, উপ-মহাব্যবস্থাপক এস এম মহসিন হোসাঈন, উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী ডা. সায়মা আফরোজ ইভা,  ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাহিদা মোশাররফ,  ব্র্যাকের জিজেডি প্রকল্প সমন্বয়কারী খালেদা খানম, ব্র্যাকের ইইপি সিনিয়র ম্যানেজার গোলাম মোস্তফা, ব্র্যাকের ইইপি কর্মকর্তা সাদিয়া আনছারী, সালেহ আহমেদ মজুমদার প্রমুখ। পরে নির্বাচিত সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

—আড়াইহাজার প্রতিনিধি

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে সহায়তার চেক বিতরণ

গাজীপুর জেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে বিভিন্ন সেবামূলক সরকারি ও বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে প্রায় ২০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। এর মধ্যে ৭২টি বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে ৭ লাখ ৩৮ টাকা ও সরকারি ১১টি প্রতিষ্ঠানকে ১১ লাখ ৯৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে রোগীকল্যাণ পরিষদ, অপরাধী পুনর্বাসন ও সংশোধন সমিতিসহ বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে চেক প্রদান করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান, জেলা সমাজসেবা কর্মকর্তা শংকর শরণ সাহা, সদর উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন। —গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর