Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০৩:০৩
শাল্লার ইউএনও প্রত্যাহার
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম আসিফ বিন ইকরামকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়েছে। গতকাল বিকালে তাকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক।  পত্রিকায় প্রকাশিত একটি খবরে ক্ষুব্ধ হয়ে গত রবিবার ভ্রাম্যমাণ আদালত চলাকালে শাল্লার স্থানীয় সাংবাদিক বকুল আহমেদকে পিটিয়ে গুরুতর আহত করেন ইউএনও ইকরাম। পরে বকুলের মালিকানাধীন একটি মুদি দোকান পেট্রল ঢেলে পুড়িয়ে দেন। এ ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জের সাংবাদিকরা আন্দোলন শুরু করেন এবং ইউএনওকে প্রত্যাহারের দাবি জানান।

এই পাতার আরো খবর
up-arrow