বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

শ্রীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার দুই সংবাদকর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। শ্রীপুর পৌরসভার কর্মচারী সবুজ মিয়া গাজীপুর আদালতে গত মঙ্গলবার মামলাটি করেন। আসামি করা হয়েছে দৈনিক ভোরের কাগজের শ্রীপুর প্রতিনিধি এনামুল হক আকন্দ ও মানবকণ্ঠের শ্রীপুর প্রতিনিধি ফয়সাল আহমেদকে। এনামুল হক জানান, শ্রীপুর পৌরসভার নানা অনিয়ম নিয়ে গত ২২ সেপ্টেম্বর দৈনিক ভোরের কাগজে একটি সংবাদ প্রকাশ হয়। ওই দিনই শ্রীপুর পৌরসভা কার্যালয়ে মাস্টার রোলের কর্মচারী সবুজ মিয়া মুঠোফোনে এনামুল হককে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। যার পরিপ্রেক্ষিতে গত ২২ সেপ্টেম্বর ওই সংবাদকর্মী শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন। এতে সবুজ আরও ক্ষুব্ধ হয়ে দুই সংবাদকর্মীর নামে মামলা করেন। এ বাদী বলেন, ‘তারা যখন বিজ্ঞাপন চায়, তখনই বিজ্ঞাপন দেওয়া হয়। তারপরও তারা তাকে (সবুজকে) নিয়ে লেখালেখি করে সম্মান নষ্ট করছে। তাই তিনি মামলা করেছেন।’ শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমানের কাছে এ বিষয়ে জানার জন্য একাধিকবার তার মুঠোফোনে কল দিয়ে তা বন্ধ পাওয়া যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর