Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৫০
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল
প্রতিদিন ডেস্ক

এতিম শিশুদের নিয়ে কেক কাটা, আনন্দ মিছিল, সমাবেশ, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে গতকাল রংপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ ও বগুড়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭০তম জন্মদিন পালিত হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

রংপুর : দুপুরে দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করা হয়। পরে কাচারী বাজারে জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা  আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মোতাহার হোসেন, শাফিয়ার রহমান শফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন প্রমুখ।

ময়মনসিংহ : শহর ছাত্রলীগের উদ্যোগে দুপুরে শহরের জিরো পয়েন্ট থেকে র‌্যালি বের হয়। নেতৃত্ব দেন শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ। উপস্থিত ছিলেন ময়মনসিংহ পৌরমেয়র ইকরামুল হক টিটু। সুনামগঞ্জ : সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের নিয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন স্থানীয় যুবলীগ নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ, গিয়াস উদ্দিন, নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস প্রমুখ। বগুড়া : বাংলার মুখ বগুড়া জেলা শাখার উদ্যোগে জন্মদিনের কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগ সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সাঈদ সিদ্দিকী, সদর থানার ওসি এমদাদ হোসেন প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow