শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় বিক্ষোভ

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় সোহাগ আলী নামের এক গ্রিস প্রবাসীর শাস্তির দাবিতে বরগুনার পাথরঘাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রুপক, নাসির উদ্দিন, ওয়াহিদ মুরাদ, বশির আহমেদ প্রমুখ। —বরগুনা প্রতিনিধি

খুবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন জমা দেওয়ার সময়সীমা ২ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। পূর্ব নির্ধারিত শেষ সময় ৩০ সেপ্টেম্বর আজ সাপ্তাহিক ছুটির দিন থাকায় ২ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন আগের নিয়মানুযায়ী দাখিল করা যাবে। গতকাল বিকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.ku.ac.bd এবং ku.cloudonebd.com এ পাওয়া যাবে। —নিজস্ব প্রতিবেদক, খুলনা

বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে বজ্রপাতে সনি খাতুন (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সিরাজুল আকন্দের মেয়ে। গতকাল বিকাল চারটায় উপজেলার পাঙ্গাসী ইউপির নওদা শালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। —সিরাজগঞ্জ প্রতিনিধি

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় বৃহস্পতিবার দুপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। এ সময় পাঁচ শতাধিক লাইন বিচ্ছিন্ন এবং ৭০০ ফুট পাইপ জব্দ করা হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন। —কালিয়াকৈর প্রতিনিধি

যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ব্রাহ্মণখালী এলাকার ৩০০ ফুট সড়কের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। —রূপগঞ্জ প্রতিনিধি

গণসংবর্ধনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা ও রাষ্ট্রীয় সফরে কম্বোডিয়ার রাজধানী নমপেনে এশিয়ান পার্লামেন্টারি (এপিপি) সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় এমপি এম এ মালেককে ঢাকার ধামরাইয়ের যাত্রাবাড়ী মাঠে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলার ১৬টি ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে জড়ো হন। সেখানে দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, লায়ন মিনা মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, সাইফুল ইসলাম শাহীন প্রমুখ। —ধামরাই প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর