শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
কিবরিয়া হত্যা মামলা

আরও দুজনের সাক্ষ্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরও দুজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল হোসেন ঘটনার প্রত্যক্ষদর্শী সঞ্জিব আলী ও লিলু শুক্লা দাশের সাক্ষ্য গ্রহণ করেন। এ নিয়ে মামলায় মোট ১৭১ জন সাক্ষীর মধ্যে ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হলো বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর। সাক্ষ্যগ্রহণ কালে মামলায় আটক ১৪ আসামির মধ্যে হবিগঞ্জের মেয়র জিকে গৌছ, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ১২ জন আদালতে উপস্থিত ছিলেন। অসুস্থতার জন্য আদালতে উপস্থিত হতে পারেননি সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর। এ মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে ৫ অক্টোবর। প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর