শিরোনাম
শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
গাজীপুর সিটি করপোরেশন

প্রতি ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে দুর্যোগ মোকাবিলায় কমিটি গঠন করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ অনুযায়ী সিটি করপোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠনের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় এসব তথ্য জানানো হয়।

ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে সভায় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) মো. হারুন অর রশিদ মোল্লা। অন্যদের  মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম ও সচিব আসলাম হোসেন, জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার হাসিবুর রহমান, বিল্ডিং রেজিলিয়েন্স অব দ্য আরবান পুওর (বিআরইউপি) প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. কামরুল হাসান, সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার বিশ্বজিত কুমার রায়।

অনুষ্ঠানে জানানো হয়, দুর্যোগ মোকাবিলায় গাজীপুর সিটি করপোরেশন এখনো সক্ষমতা অর্জন করতে পারেনি। এ জন্য গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষ বিরাট চ্যালেঞ্জের মধ্যে রয়েছে।

সর্বশেষ খবর