Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৫১
গৌরীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ছয়জন নিহত
বিভিন্ন স্থানে আরও ৪
প্রতিদিন ডেস্ক

ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া কুষ্টিয়া, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় নিহত হয়েছেন আরও চারজন। প্রতিনিধিদের পাঠানো খবর—

ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের শিবপুর এলাকায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের কাছে ওই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতলে পাঠানো হয়েছে। গৌরীপুর থানার ওসি ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রামগোপালপুর ইউনিয়নের শিবপুর পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের কাছে কিশোরগঞ্জগামী যাত্রীবাহী পিকআপের সঙ্গে ময়মনসিংহগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান। আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে দুজন ও ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। তাত্ক্ষণিকভাবে নিহত ও আহত কারো পরিচয় জানা যায়নি। কুষ্টিয়া : সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (২৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের নায়েক আমিরুল ইসলাম ও পুলিশ সদস্য তুষার এমরান আহত হয়েছেন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ভোরে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে সদর উপজেলার শান্তিডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম নওগাঁর বদরগাছী উপজেলার খোজাগাড়ী গ্রামের জিল্লুুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মহাসড়কের মধুপুর বাজারে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় কর্মরত কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্য মাহেন্দ্র গাড়িতে টহল দিয়ে ভোরে থানায় ফিরছিলেন। এ সময় পেছন থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। টাঙ্গাইল : কালিহাতী উপজেলার পৌরশহর এলেঙ্গাতে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ফুল বাদশাহ (২২) নামে ট্রাকের চালক নিহত ও ৩ জন আহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার ভূঞাপুর লিংকরোডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহত ট্রাকচালক বাদশাহ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আলাদিপুর গ্রামের মোহাম্মদ সেকান্দর আলীর ছেলে। এদিকে সখীপুরে সড়ক দুর্ঘটনায় শাহীনুর বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত ও  অটোচালকসহ এক শিশু আহত হয়েছেন। গতকাল দুপুরে সখীপুর-সাগরদিঘী সড়কের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলা  খালিয়ারবাইদ গ্রামের ব্যবসায়ী আয়নাল হকের স্ত্রী। আহত চালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নিহত গৃহবধূর ননদের ছেলে সাকিবকে (৮) সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জে গতকাল বালুবোঝাই ট্রাক্টর চাপায় সাইফুল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার আড়াইসিধা ইউনিয়নের ঘাটকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ঘাটকুল এলাকার দানু মিয়ার একমাত্র ছেলে।

এই পাতার আরো খবর
up-arrow