Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৫৩
হাতির আক্রমণে একজন নিহত
বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে বন্যহাতির আক্রমণে সিরাজুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দুপুরে সুয়ালক ইউনিয়নের কদুখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি একই এলাকায়।

স্থানীয়রা জানায়, দুপুরে বন্যহাতির একটি দল কদুখোলায় তাণ্ডব চালায়। এ সময় বাধা দিলে হাতির পাল গ্রামবাসীর ওপরও হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সিরাজুল ইসলামের মৃত্যু হয়। হাতির দল ফসলি জমির ব্যাপক ক্ষতি করে। স্থানীয় ইউপি সদস্য আব্বাস জানান, হাতির পাল ফসলি জমিতে তাণ্ডব চালানোর সময় সিরাজুল ইসলামের ওপর হামলা চালায়। তবে অন্য কেউ আহত হয়নি। ঘটনার পরপরই পুলিশ ও বন বিভাগকে খবর দেওয়া হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow