শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সেনবাগে ৪ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ

নোয়াখালী প্রতিনিধি

সরকারিভাবে গ্যাস সংযোগ বন্ধ থাকলেও বাখরাবাদ গ্যাস অফিসের কর্মকর্তা, ঠিকাদার ও স্থানীয় জনপ্রতিনিধিদের যোগসাজশে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সেনবাগ উপজেলার বাবুপুর, লালপুরসহ প্রায় ৫ কিলোমিটার এলাকায় অবৈধ গ্যাস লাইন বসানো হয়েছে।

সরেজমিন গেলে গ্রাহকরা জানায়, সেনবাগ পৌর মেয়র আবু জাফর টিপুর মাধ্যমে টাকার বিনিময়ে গ্যাস লাইন বসানো হয়েছে। তবে টাকা দিলে এখনো সংযোগ পায়নি বলে অভিযোগ অনেক গ্রাহকের। এ ব্যাপারে পৌর মেয়র আবু জাফর টিপুর মোবাইলে একাধিক কল করলেও তিনি রিসিভ করেননি।

সেনবাগ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, অবৈধ গ্যাস লাইন বসানোর অভিযোগে গ্যাস অফিসের পক্ষ থেকে জিডি করা হয়েছে। ইতিপূর্বে ভ্রাম্যমাণ আদালত দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম জানান, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার প্রায় দেড় কিলোমিটার অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়েছে।

সর্বশেষ খবর